ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচলকারী বিরতিহীন আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস ট্রেনের কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টোর পরিকল্পনায় এবং স্টুডেন্ট কমিউনিটি লাকসাম এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সময়ের দর্পণ এর সিনিয়র রিপোর্টার শাহ নুরুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টো, সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব সোহবানী খোকন, লাকসাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ফারুক আল শারাহ, ডিবিসি প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, স্টুডেন্ট সমন্বয়ক ফাহিম হোসেন প্রমূখ।
মানববন্ধন কর্মসূচির পরিকল্পনাকারী আসাদুজ্জামান ভূট্টোসহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, লাকসাম রেলওয়ে জংশন দেশের অতীব গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। এ স্টেশনের উপর দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলাচল করে। লাকসাম রেলওয়ে জংশনের গুরুত্ব বিবেচনায় এখানে ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি সময়ের অপরিহার্য দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে রেলওয়ে বিভাগের উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে রেললাইনের উপর অনশনসহ কঠোর কর্মসূচি পালিত হবে বলে।