সারা দেশে নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির মো. জয়নাল আবেদিন পাটোয়ারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা কৃষি অফিসার মো. আল-আমিন।
অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে লাকসাম থানার সাব ইন্সপেক্টর আবদুল্লাহ আল মাসুদ, যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগমসহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন।