এই উপলক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিমের নির্দেশে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জনসভাস্থল লাকসাম স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিবের সমাবেশ বাস্তবায়ন উদযাপন কমিটির আহ্বায়ক ফজলে রহমান চৌধুরী আয়াজ, সদস্য সচিব জসিম উদ্দিন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মনির আহমেদ, বিএনপি নেতা খাজা আহমেদ, শাহ আলম, ইসমাইল হোসেন, যুবদল নেতা জাহিদুল ইসলাম, খায়রুজ্জামান সাগর, শিপন সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।