সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ। সোমবার (২৩ ডিসেম্বর) লাকসাম পৌরসভার সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহন করেন।
ইউএনও কাউছার হামিদ পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণকালে বলেন, পৌরবাসীর উন্নয়ন এবং সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আপনাদের সহযোগিতা নিয়ে লাকসাম পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করতে চাই।
১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক এস.এম. গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়েরকে অপসারণ করা হয়।