লাকসামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫১ এএম

কুমিল্লার লাকসামে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসামের ভৈসকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) এবং একই উপজেলার উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।
লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রাতে ঘন কুয়াশা ছিল। ধারণ করা হচ্ছে, দুটি যানবাহনই দ্রুত গতিতে চলছিল। কুয়াশার কারণে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ওয়াজ মাহফিল থেকে রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে মহাসড়কের ভৈসকোপিয়া এলাকায় ওই তিনজনকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
লাকসাম রিলেটেড নিউজ

কুমিল্লার লাকসামে প্রবাসী ইউনিটের রমজান সামগ্রী বিতরণ

লাকসামে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নবাব ফয়জুন্নেসার বাড়ি ও জাদুঘর পরিদর্শনে জেলা প্রশাসক

বাতাখালী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা বার্ষিক ওয়াজ মাহফিল

লাকসামে ৯৪ গ্রুপের আয়োজনে মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত

লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে কাউছার হামিদের দায়িত্ব গ্রহণ

লাকসাম উপজেলা ও পৌরসভা জাসাসের সম্মেলন

লাকসামে নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা