আজ (রবিবার) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে, আগামীকাল হবে ঈদুল ফিতর। ঈদে বাড়িমুখী মানুষগুলোর ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে লাকসাম উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার (৩০জুন) লাকসাম হয়ে নোয়াখালী ও চাঁদপুর অভিমুখী যাত্রীরা যেন স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য সড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ। পাশাপাশি সড়কের উপর থাকা অবৈধ যানবাহনের স্টানগুলোকেও সরিয়ে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের বিশেষ একটি টিম।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ সাংবাদিকদের বলেন - পবিত্র ঈদ-উল-ফিতরে সম্মানিত নাগরিকদের যাত্রা নিরাপদ ও সহজ করণের নিমিত্ত লাকসাম উপজেলার বিজরা ও মুদাফরগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। রাস্তা ও ফুটপাত দখল না করে নির্বিঘ্নে পরিবহন চলাচল করতে পারে যাতে সেজন্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উপজেলার নোয়াখালী রেল গেট এ অটোরিকশা ও মিশুক নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।