দীর্ঘ বছর পর এখানে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে ১০টি পদের মধ্যে সভাপতি পদে (৩ জন) আলহাজ্ব মোস্তফা কামাল, মো. নুরুন্নবী, হানিফ মজুমদার। সহ-সভাপতি পদে (৩ জন) আবদুল ওয়াদুদ, মফিজুর রহমান, নেয়ামত উল্ল্যাহ। সাধারণ সম্পাদক পদে (৫ জন) আবুল হাসেম মিলন, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, জাবেদ মিয়া, আবুল হাসেম। সহ-সাধারণ সম্পাদক পদে (২ জন) এমদাদুল হক এনাম, আবদুল মালেক। সাংগঠনিক সম্পাদক পদে (৩ জন) আবুল হাসেম, এমরান হোসেন, রাকিবুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে (৩ জন) ওমর ফারুক, জাহিদ হোসেন রিপন, মাহবুব রাব্বানী দিদার। প্রচার সম্পাদক পদে (৩ জন) আবু তাহের, মীর হোসেন, আবদুল খালেক পরান। ক্রীড়া সম্পাদক পদে (৪ জন) তোফায়েল আহমেদ, মঞ্জুর ইসলাম, ফজলুল হক, আনোয়ার হোসেন। কোষাধ্যক্ষ পদে (৩ জন) দেলোয়ার হোসেন, আল আমিন, সাহাব উদ্দিন। ধর্ম বিষয়ক সম্পাদক পদে (৩ জন) নজরুল ইসলাম, রবিউল হোসেন, আবুল কালাম শামীম প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহম্মদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রেলওয়ে জংশন বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেম, মাষ্টার হাবিবুল ইসলাম, আবদুস সাত্তার, মাষ্টার মাহবুব এবং আবুল হোসেন দায়িত্ব পালন করেছেন।