দেবব্রত পাল বাপ্পী, লাকসাম: কুমিল্লা দক্ষিনাঞ্চলের বানিজ্যিক নগরীখ্যাত লাকসাম দৌলতগঞ্জ বাজার পুরাতন দৈনিক বাজার রোডে শনিবার সন্ধায় বনার্ঢ্য আয়োজনে বর্ণিল সাজে খাতুন সিটি সেন্টার নামে একটি শপিংমলের উদ্ভোধন করা হয়েছে। 
ওই প্রতিষ্ঠানটির কর্ণধার দেশবরেন্য শিল্পপরিবার এসওএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদউল্যাহ কায়সার বাবলুর মালিকানাধীন খাতুন সিটি সেন্টার  উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে ফিতা কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস এর সভাপতিত্বে এ উদ্ভোধনী অনুষ্ঠানে লাকসাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, আব্দুল কাদের শাহীন, কাউছার আলম, ছালেহ আহমেদ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা জাকের হোসেন সিদ্দিকী। 
উক্ত খাতুন সিটি সেন্টার নামক শপিংমলে দেশী-বিদেশী নানান ব্র্যান্ডের পন্য সরবরাহের অঙ্গিকার নিয়ে রয়েছে নানান আয়োজন। এ ব্যাপারে খাতুন সিটি সেন্টার শপিং মলের তত্ত্বাবধায়ক শাহাদাত হোসেন বলেন, লাকসাম পৌর শহরটি স্মার্ট সিটিতে নানাহ আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কুমিল্লার নাগরিকদের দেশী-বিদেশী পন্যের চাহিদা মিটাতে বর্ণিল সাজে জমকালো উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ খাতুন সিটি সেন্টার শপিংমলের যাত্রা শুরু। আশাকরছি ক্রেতাগণ স্বাচ্ছন্দে তাদের পছন্দমত পন্য ক্রয় করতে পারবেন।