তার কর্মকাণ্ডে এলাকার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু হঠাৎ করেই একটি অদৃশ্য অশুভ শক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে তাকে বদলি করানো হয়েছে। এতে স্থানীয় এলাকাবাসীর মনে অসন্তোষ তৈরি হয়েছে। ইউএনও কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার করার জন্য ছাত্র, সাংবাদিক সহ এলাকার মানুষ সোচ্চার হয়ে উঠে এবং লাকসাম ইউএনও কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে লাকসামে স্বপদে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এক সচিবের নাম ভাঙিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট মোবাইল ফোনে ইউএনও কাউছার হামিদের বিরুদ্ধে কেউ একজন অভিযোগ করেন। ওই অভিযোগের কারণে তাকে বদলি করা হয়। কিন্তু ২১ জানুয়ারি এই বদলির আদেশ প্রত্যাহার করা হয়। এখানে আরো উল্লেখ্য, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ লাকসাম পৌরসভার প্রশাসক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।