বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি লাকসাম সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন তিনি লাকসাম স্টেডিয়ামে লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ওই জনসভার। বিএনপি নেতা-কর্মীরা বলছেন, লাকসামে অতীতে বিএনপির এমন জনসভা আর কখনো হয়নি। তাই লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা চান ওই জনসভাটিকে স্মরণীয় করে রাখতে।
এদিকে দীর্ঘবছর ধরে প্রকাশ্যে দুটি গ্রুপের বিরোধ চলে আসছে। দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম।
দলীয় সূত্র আরও জানায়, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন চাওয়ার লক্ষে মাঠে কাজ করছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার উল আজিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক এবং ডাকসুর সাবেক ভিপি ড. রশিদ আহমেদ হোসাইনী।
২০ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভার আগে শেষ পর্যন্ত দুই নেতার ঐক্য না হলে অনুষ্ঠানের দিন ব্যাপক বিশৃঙ্খলার আশঙ্কা করেছিলেন দলের নেতাকর্মীরা। তবে ওই আশঙ্কা কাটিয়ে দুই গ্রুপের মিলন হয়েছে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) রাতে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ার উল আজিম উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি তিনি সংলাপে অংশ নেন এবং তাঁর অনুসারী শীর্ষ নেতাদের সঙ্গে লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংলাপ করেছেন কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। ওই সংলাপে উভয় গ্রুপের ফলপ্রসূ আলোচনায় দলের বৃহত্তর স্বার্থে অতীতের সকল বিভেদ ভুলে লাকসাম ও মনোহরগঞ্জে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই গ্রুপের নেতৃবৃন্দ।
এসময় সংলাপে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ, বিএনপি নেতা ডা. নুর উল্ল্যাহ রায়হান, আবদুর রহমান বাদল, আবুল হাসেম মানু, ফজলে রহমান চৌধুরী আয়াজ, মনিরুজ্জামান মনির, আবুল হোসেন মিলন, বেলালুর রহমান মজুমদার, মনির আহমেদ, জসিম উদ্দিন, মঞ্জুরুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইলিয়াস পাটওয়ারী, আবু ইউসুফ ভুঁইয়া, জহিরুল হক ভুঁইয়া, শরীফ হোসেন চেয়ারম্যান, আব্দুল হাই প্রমূখ।
সংলাপ শেষে আনোয়ার উল আজিম অনুসারী বিএনপি নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ বলেন, কর্ণেল আজিম ভাইয়ের নির্দেশে আমরা মহাসচিবের জনসভা সফল করতে চাই। এ ক্ষেত্রে দলের সিদ্ধান্তে আমরা ঐক্যবদ্ধ আছি। জনসভা সফল করতে আমাদের নেতা-কর্মীরা তাঁদের মতো করে প্রস্তুতি নিয়েছেন, পোষ্টার-প্রচারপত্র বিতরণ করেছেন, বিভিন্ন স্থানে সভা-সমাবেশও করছেন। তবে এরই মধ্যে কালাম ভাই দুইবার আজিম ভাইয়ের সঙ্গে দেখা করেছেন।
সংলাপে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেন, আমি চাই না লাকসাম ও মনোহরগঞ্জে বিএনপিতে কোনো গ্রুপিং থাকুক। আজিম ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে এবং কথা হয়েছে। আজিম ভাইসহ আমরা সকল নেতাকর্মী এখন ঐক্যবন্ধ। মহাসচিবের জনসভা সফল করাসহ আগামী নির্বাচনেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশা আল্লাহ।