মনোহরগঞ্জে শিক্ষকের সাথে অশোভন আচরণের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনপ্রধান শিক্ষক মুনির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে আমাদের স্কুলটি নিয়ে স্থানীয়দের মাঝে বিরোধ চলে আসছে। গত ১৪ জানুয়ারি স্কুল কমিটির সভাপতি প্রার্থী হিসেবে ইউএনওর কাছে মন্টুর নাম কেন প্রস্তাব করা হচ্ছে না। এজন্য ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিস কক্ষে জরুরী সভা চলাকালে মন্টু ও রেজাউলসহ কয়েকজন স্কুলের ভিতরে প্রবেশ করে আমার উপর আক্রমণ করে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে এ ঘটনার ফুটেজ যেন প্রকাশ করতে না পারে সেজন্য সিসি ক্যামেরা ও মিশিনারিজ নষ্ট করে ফেলে। এ ঘটনার পর মুনির হোসেন উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ক্রমে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মনোহরঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণের অভিযোগ পেয়েছি। থানায়ও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।