“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তঃ স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে এক বিতর্ক প্রতিযোগীতা ১৩ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ প্রতিযোগীতার আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাছান প্রমুখ।