দেবব্রত পাল বাপ্পী, লাকসাম: কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি প্রবাসী ইউনিট দু’দিনব্যাপী ৯টি ওয়ার্ডের ১২টি গ্রামের দরিদ্র ও অসহায় লোকদের মাঝে ১০ আইটেম রমজান সামগ্রী প্রায় সাড়ে ৭’শ পরিবারের মাঝে বিতরণ করেন ওই সংগঠনটির নেতাকর্মীরা। 
ঐ সংগঠনটির নানাহ মাধ্যমে জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত প্রবাসী ইউনিট নামে সংগঠনটি ২০২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে কর্মরত ঐ ইউপির বাসিন্দা ১৬৫ সদস্য নিয়ে তিন স্তরে গঠিত, উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ নিয়ে এ প্রবাসী ইউনিট নামে সামাজিক সংগঠনটি এ অঞ্চলে আত্মমানবতার সেবায় নানাহ কাজ করে যাচ্ছে। বিগত ৬ বছরে ওই ইউপির ৯টি ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রায় দেড় কোটি টাকার নানাহ আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, চিকিৎসা বাবদ অর্থ, দরিদ্র মেয়েদের বিবাহ সহ অসহায় দরিদ্র লোকদের ঘর প্রদান এবং প্রত্যেক রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। 
উক্ত রমজান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী ইউনিট আহবায়ক রবিউল হোসেন মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যান্যদের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হাজী সফিকুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন এন্তাজ, শাহআলম ব্যাপারী, শরিফুল ইসলাম মুরাদ, নজরুল ইসলাম সোহেল, মেম্বার ইউনুছ মিয়া, ইউপি সদস্য আমিনুল ইসলাম মজুমদার ও আবুল হোসেন স্বপন, প্রবাসী বাবু জুটন দাস, মিজানুর রহমান টিটু, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন এবং স্থানীয় রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সার্বজনীন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।