৫ কিলোমিটারের উৎসবমুখর ওই মিনি ম্যারাথনে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তা জুড়ে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম ও থানা পুলিশসহ লাকসাম সিটি রানার গ্রুপের নেতৃবৃন্দ কাজ করেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ম্যারাথনের শুভ উদ্বোধন করেন এবং ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা কৃষি অফিসার মো. আল আমিন, লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ম্যারাথনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী বিজয়ীদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কার তুলে দেয়া হয়। উৎসবমুখর এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে ইউএনও কাউছার হামিদ বলেন- মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করে তোলা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম বৃদ্ধি করা। শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে এ ধরণের ম্যারাথনসহ বিভিন্ন খেলাধুলা অপরিসীম।