কুমিল্লার লাকসামে শালিস বৈঠকে হুমায়ুন কবির (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যবসায়ী লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও রাজঘাট এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে ও দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির মনোহরি ও কসমেটিক ব‍্যবসায়ী এবং লাকসাম উপজেলা জাতীয় পার্টি নেতা।
জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) বিকেলে লাকসাম পৌর এলাকার খান্দানী মার্কেট সংলগ্ন লাকসাম অটোরাইস মিল অফিসে জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে লাকসাম বাজার ব‍্যবসায়ী সমিতির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদের সভাপতিত্বে একটি শালিস বৈঠক বসে। ওই বৈঠকে লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও রাজঘাট এলাকার আবুল খায়ের ও একই এলাকার দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির মনোহরি ও কসমেটিক ব‍্যবসায়ী হুমায়ুন কবিরের জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শালিস বৈঠকে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে ব্যবসায়ী হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে শালিস বৈঠক স্থগিত করে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।
শালিস বৈঠকের সভাপতি ব‍্যবসায়ী সমিতির আহ্বায়ক, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আমার উপস্থিতিতে ব‍্যবসায়ী হুমায়ুন কবিরের বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠাই। আকস্মিক এ মৃত্যুর ঘটনা দুঃখজনক। হুমায়ুন ভাইয়ের আকস্মিক এ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।