কর্মশালায় বক্তব্য রাখেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম বণিক সমিতির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ খসরু, লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন, পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কাইয়ুম রিফাত ও সাজ্জাদ সায়মনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, আগামীর সম্ভবনাময় বাংলাদেশ গড়তে তরুণদের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তরুণদের মাদক নির্মূল ও প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।