ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে লাকসাম উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ


laksam.com   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০৪ পিএম

ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে লাকসাম উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
আজ (রবিবার) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে, আগামীকাল হবে ঈদুল ফিতর। ঈদে বাড়িমুখী মানুষগুলোর ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে লাকসাম উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার (৩০জুন) লাকসাম হয়ে নোয়াখালী ও চাঁদপুর অভিমুখী যাত্রীরা যেন স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য সড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ করেছেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ। পাশাপাশি সড়কের উপর থাকা অবৈধ যানবাহনের স্টানগুলোকেও সরিয়ে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের বিশেষ একটি টিম।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ সাংবাদিকদের বলেন - পবিত্র ঈদ-উল-ফিতরে সম্মানিত নাগরিকদের যাত্রা নিরাপদ ও সহজ করণের নিমিত্ত লাকসাম উপজেলার বিজরা ও মুদাফরগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। রাস্তা ও ফুটপাত দখল না করে নির্বিঘ্নে পরিবহন চলাচল করতে পারে যাতে সেজন্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উপজেলার নোয়াখালী রেল গেট এ অটোরিকশা ও মিশুক নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।