হোসেন মিয়ার পরিবারের দাবী এ অগ্নিকান্ডে তাদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে উত্তর লাকসাম এলাকায় একই সময়ে কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকান্ডে দুই বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়িটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে বাড়িটির পাশে কয়েল ফ্যাক্টরি রয়েছে বলে জানা গেছে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দুটি ঘটনা প্রায় একই সময় হওয়াতে উত্তর বাজারে ফায়ার সার্ভিস যাওয়ায় অপর বাড়িটিতে যেতে পারেনি। লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ জানান, ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কায্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।