প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রাসেল আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন যুবদলের আহবায়ক পদ ও প্রাথমিক সদস্য পদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এ আদেশ ১৯/০১/২০২৫ইং, রোববার হতে কার্যকর হবে।
লাকসাম উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল জানান, আজগরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কোন ব্যক্তির অপকর্মের দায় দল নিতে পারেনা। তাই দলীয় শৃঙ্খলার স্বার্থে তাকে বহিষ্কার করা হয়েছে।