ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
খবর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০১:১৫ পিএম
কুমিল্লার ময়নামতি হাইওয়ের পদুয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আযাদুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সে ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত আযাদুল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।