৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
খবর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বিজরা বাজার রহমানিয়া চির সবুজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা আয়োজন করা হয়। বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবুল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
সভায় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল্লাহ রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, লাকসাম পৌর বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদার, বিএনপি নেতা শাহ আলম, মোশাররফ হোসেন মশু, মাহবুবুর রহমান মানিক, যুবদলের আফজাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, সদস্য মিনহাজ উদ্দিন মানিক, সহ-সভাপতি কবির আহমেদ, ইউনিয়ন যুবদলের সাইফুল ইসলাম, শাহজাহান, জামাল হোসেন হিরা, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।