ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০১:১৯ পিএম

নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
কুমিল্লা নাঙ্গলকোটে ট্রেনে ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মক্রবপুর ইউপির বান্নাঘর শাহ রৌশন দরগাবাড়ি মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পারাপারের সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার জামাল হোসেন। লাকসাম রেলওয়ে থানার ওসি মো. এমরান হোসেন বলেন, নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।