সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ মহাবিহারে চীবর দানোৎসব অনুষ্ঠিত
খবর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৯ পিএম

দেবব্রত পাল বাপ্পী : ’’ জয়তু বুদ্ধ সাসনম্ ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী কুমিল্লার লাকসাম উপজেলার বরইগাঁওস্থিত সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের কনকচৈত্য বৌদ্ধ মহাবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জাঁকজমক পূর্ন ভাবে মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা নবশাল বন বৌদ্ধ বিহার অধ্যক্ষ কর্মবীর ভদন্ত শীলভদ্র মহাথের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ট্রাস্টি বাবু জ্যোতিষ সিংহ, প্রাক্তণ প্রধান শিক্ষক শিক্ষাবিদ সাধন মিত্র সিংহ প্রমুখ। উদ্বোধক ছিলেন বিহার অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী ভান্তে । প্রধান স্বদ্ধর্মদেশক ছিলেন মজলিসপুর ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহার লাকসাম অধ্যক্ষ শিক্ষাবিদ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, প্রধান জ্ঞাতী ভদন্ত শুদ্ধানন্দ মহাথের, ভদন্ত প্রজ্ঞাদীপ্তি ভিক্ষু, ভদন্ত সুজানন্দ ভিক্ষু, ভদন্ত প্রভানন্দ ভিক্ষু। অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন উদযাপন পরিষদ এর সভাপতি মৃনাল সিংহ, প্রধান সমন্বয়কারী প্রিয়মোহন সিংহ (পিয়ষ), সাধারণ সম্পাদক শ্যামল সিংহ, মাষ্টার সুব্রত সিংহ, শ্যামল সিংহ, মৃনাল সিংহ, অনুপম সিংহ, বিদ্যুৎ বড়–য়া সহ দায়ক-দায়িকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের মৈত্রী পরিষদ সভাপতি সুব্রত সিংহ ও সাধারণ সম্পাদক সুমন সিংহ (মোহন)।
বিহার সূত্রে জানা যায়, সারাদিনব্যাপী অনুষ্ঠানে ভোরে বিশ^শান্তি কামনায় মৈত্রী সূত্রপাঠ ও সমবেত বন্দনা। সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন। পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ এবং মহামান্য ১০ম সংঘরাজ শ্রীমৎ জ্যোতিঃপাল মহাথের মহোদয়ের স্মৃতিসৌধে পুস্পাঞ্জলী, সংঘরাজ মঞ্চে ভিক্ষু সংঘের আসন গ্রহণ, পঞ্চশীল প্রার্থনা। পরম পূজনীয় ভিক্ষুসংঘের পিন্ডদান দুপুরে ধর্মালোচনা, চীবর পরিক্রমা ও চীবর উৎসর্গ। এছাড়াও দূরদূরান্ত থেকে উপজাতীয় লোকজন চীবর দানে অংশগ্রহণ করেন।