যাবজ্জীবন সাজার আসামিকে লাকসাম থেকে গ্রেপ্তার
খবর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০৮ পিএম
নারায়ণগঞ্জ থানায় ২০২০ সালে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীর মো. কিরণ (৩৯) কে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। লাকসামে এসে আত্মগোপনে থেকে রাজমিস্ত্রীর পেশায় যোগ দেন তিনি। সেই পেশার আড়ালেও চলতো ইয়াবার কারবার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি৷
শনিবার (১৬ নভেম্বর) ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার কিরণ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর ভোলা বাদশা গ্রামের মুসলিম বেপারি বাড়ির আবু তাহেরের ছেলে।