ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

বকুলের সুরভী - সাবিহা ইয়াসমিন।


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ১২:০৩ পিএম

বকুলের সুরভী   - সাবিহা ইয়াসমিন।

Moshiur Ananda

Attachments12:10 AM (12 hours ago)

 

to me

Bangla

English

 

বকুলের সুরভী

 - সাবিহা ইয়াসমিন। 

 

বকুল ফুল দেখেছো প্রিয়?

তার ঘ্রাণ নিয়েছো কখনো?

নাও নি!

বইয়ের পাতার নীচে চাপা বকুলের রং দেখেছো?

তার ঘ্রাণ নিয়েছো?

তাও নাও নি!

বকুলের ফুল শুকিয়ে যায়

তার সুরভী রয়ে যায়

যেমন আমার ভালোবাসা

তুমি তার রঙ দেখেনি,ঘ্রাণ নাও নি

তারপরও ভালবাসা কিন্তু  আছে

বুকের স্পন্দন এর সাথে

তোমার নামের ধ্বনি বাজে বারবার

আমি কখনো জানতে চাইনি

তুমি আমায় ভালোবাসো কিনা?

তোমার চোখে যতবার চোখ রেখেছি

ততোবারই আমাকেই দেখেছি তোমার চোখে

দুষ্ট মিষ্টি তোমার ঐ চোখ কেড়েছিলো এই মন

আমার চোখে কি দেখো তুমি? 

জানতে চাইনি কখনো প্রিয়

তুমি আমার চোখে চেয়ে থাকতে

ঐ ভালো লাগার আবেশে জড়িয়ে থাকতো এই মন

তুমি আমার বকুল ভালবাসা

যার সুরভী থাকবে এ জীবন জুড়ে

যতদূরে থাকো প্রিয়,যেখানেই থাকো !