ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

চট্টগ্রামে অগ্নিকাণ্ড: শোক জানিয়ে বার্তা পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:১১ পিএম

চট্টগ্রামে অগ্নিকাণ্ড: শোক জানিয়ে বার্তা পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

 

 

নিউইয়র্ক বাংলা ডেস্ক:

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ৯ জুন বাংলাদেশের চট্টগ্রামের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে একটি শোকবার্তা পাঠান। 

 

শোকবার্তায় ওয়াং ই হতাহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশের পরবর্তী নিষ্পত্তির প্রয়োজন অনুসারে চীন যথাসাধ্য সহায়তা দেবে। চীন বাংলাদেশের সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে দু’দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনতে তাঁর দেশ ইচ্ছুক বলেও জানান ওয়াং ই।