ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকায় রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


Juboraj Chowdhury প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:০৪ পিএম

ঢাকায় রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে ঢাকায় রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

যুবরাজ চৌধুরী।চট্টগ্রাম। রেডিও তেহরান বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইআরআইবি ফ্যন ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে ঢাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপিত হয়েছে। গত শুক্রবার (২৭ মে, ২০২২) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই মিলনমেলায় সারাদেশ থেকে রেডিও তেহরানের শ্রোতা ও শ্রোতা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের হেড অব মিশন, কমার্শিয়াল কাউন্সেলর এবং রেডিও তেহরানের সাংবাদিক, সংবাদদাতা, সাবেক কর্মী এবং শুভাকাঙ্ক্ষীগণ। অনুষ্ঠানের শুরুতে রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচালক মুজতবা ইব্রাহিমির শুভেচ্ছা বক্তব্য পড়ে শোনান রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক এবং প্রিয়জন ও রংধনু আসরের প্রযোজক আশরাফুর রহমান। পরিচালক মুজতবা ইব্রাহিমি বলেন, "২০২২ সালের ১৭ এপ্রিল ইরানের বাংলাভাষী একমাত্র গণমাধ্যম রেডিও তেহরান ৪০তম বর্ষে পদার্পণ করেছে। আমি এই শক্তিশালী গণমাধ্যমের একজন সামান্য সেবক হিসেবে রেডিও তেহরানের সম্মানিত সহকর্মী, শ্রোতামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ।" এরপর নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও বেতার ব্যক্তিত্ব আকবর হায়দার কিরণের বাণীবদ্ধ বক্তব্য শোনানো হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে একইভাবে আগে থেকে ধারণ করা অডিও বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসী রেডিও তেহরানের মনিটর এস. এম. নাজিম উদ্দিন। রেডিও তেহরানের নতুন মনিটর হিসেবে নিয়োগ পান কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। তিনি তার অনুভূতি ব্যক্ত করেন। এরপর উপস্থিত শ্রোতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শ্রোতা, ব্যাংকার ও কলাম লেখক মোহাম্মাদ জিল্লুর রহমান, গোপালগঞ্জের শ্রোতা ফয়সাল আহমেদ সিপন, ঢাকা সেনানিবাসের শ্রোতা রওশন আরা লাবনী, কুষ্টিয়ার শ্রোতা সংগঠক মোখলেছুর রহমান, শ্রোতা, রংপুরের শ্রোতা আশরাফুল আশেক, চুয়াডাঙ্গার শ্রোতা, ডিএক্সার ও সংগঠক মোহাম্মাদ আব্দুল্লাহ, ফরিদপুরের ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের আলো আহমেদ, সিনিয়র শ্রোতা শামীম উদ্দিন শ্যামল, কিশোরগঞ্জের ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের কর্মকর্তা শরিফা আক্তার পান্না, কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার, খুলনার শ্রোতা এবং এক সময়ের সফল সংগঠক মুনির আহমেদ, টাংগাইলের শ্রোতা এবং সংগঠক মোবারক হোসেন ফনি,গাজীপুরের শ্রোতা এবং সংগঠক মাসুম বিল্লা মাজেদ, নাটোরের শ্রোতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, গাজীপুরের ফিরোজ আলম, নারায়ণগঞ্জের সিনিয়র শ্রোতা এইচ.এম. তারেক, যশোরের শ্রোতা ওবায়েদ হুসাইন আল-সামী,আমেরিকান রেডক্রসে ফাইন্যান্স মনিটরিং এন্ড এডমিন অফিসার ফখরুল ইসলাম আবির,মেহরাজ হাবিব,রায়হান মোর্শেদ,মোঃ গোলাম মোর্তাজা চৌধুরী প্রমূখ। শ্রোতারা তাদের বক্তব্যে রেডিও তেহরানের শ্রবণমান উন্নত করার দাবি জানান। কেউ কেউ এফএম ব্যান্ডে অনুষ্ঠান প্রচার করার দাবি তোলেন। তারা বলেন, বহির্বিশ্ব থেকে বাংলা ভাষায় প্রচারিত রেডিওগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু রেডিও তেহরান যেন হারিয়ে না যায়। তারা শ্রোতাদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার জন্য রেডিও তেহরানের প্রতি আহ্বান জানান। রেডিও তেহরান শ্রোতাদের যথেষ্ট মূল্যায়ন করে বলে অনেক শ্রোতা উল্লাস প্রকাশ করেন এবং রেডিও তেহরানের ওয়েবসাইটে নির্বাচিত শ্রোতাদের চিঠি প্রকাশ করায় ধন্যবাদ জানান। তারা আরো বলেন, অন্যান্য বিদেশি রেডিওতে যখন শ্রোতাদের নিয়ে কোনো অনুষ্ঠানই প্রচার হয় না সেখানে রেডিও তেহরান এখনও শ্রোতাদের চিঠিপত্র নিয়ে ‘প্রিয়জন’ অনুষ্ঠান প্রচার করায় তারা আনন্দিত। যখন আন্তর্জাতিক রেডিওগুলোর অনুষ্ঠানের সময় কমিয়ে দেয়া হচ্ছে এবং কোনো কোনো রেডিও বন্ধ হয়ে যাচ্ছে এবং গেছে তখন শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এরকম একটি মিলনমেলায় উপস্থিত হতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা প্রতি বছর এমন অনুষ্ঠানের আয়োজন করার অনুরোধ জানান। অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী হিসেবে বক্তব্য রাখেন ইরান গবেষক, কবি, লেখক ও ব্যাংক কর্মকর্তা আমিন আল আসাদ, ঢাকা মেরীনার ইয়াংস ক্লাবের সাবেক ট্রেজারার এস.এম. নাসিম রেজা মিজান, ইরান গবেষক ও শিক্ষাবিদ আশরাফ উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত এনআরবি এসোসিয়েশন, ইউএসএ’র চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে no-xit Textil এর ম্যানেজিং ডিরেক্টর মাহাবুবুল আলম নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ মিটিং যথা সময়ে শেষ করতে না পারায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি বিধায় দুঃখ প্রকাশ করেছেন। রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক মুহাম্মাদ আশরাফুর রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কথাবার্তা অনুষ্ঠানের বিশ্লেষক মোঃ সিরাজুল ইসলাম। রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে এফএম ব্যান্ডের মাধ্যমে প্রচার করার জোর চেষ্টা চলছে বলে শ্রোতাদের একটি আনন্দ বার্তা শোনান আশরাফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ ইরান দূতাবাসের হেড অব মিশন আলী পীরি রেডিও তেহরানের শ্রোতাদের এরকম একটি বর্ণাঢ্য মিলনমেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি ইরানের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় আবেগাপ্লুত হন এবং দু’দেশের মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন গভীর করার ক্ষেত্রে রেডিও তেহরানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ও সহযোগিতা উত্তরোত্তর শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আলী পিরি অনুষ্ঠানে শ্রোতাদের পক্ষ থেকে উত্থাপিত দাবি-দাওয়া ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইরানের এই কূটনীতিকের বক্তব্য বাংলায় অনুবাদ করেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও সাবেক পরিচালক মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম। জনাব আশরাফুর রহমানকে বিশেষ অতিথির ক্রেষ্ট প্রদান করা হয়।আমাদের প্রিয় আশরাফুর রহমান এর ২০বছর উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আকর্ষণীয় লটারি মাধ্যমে সকল শ্রোতার মনোযোগ আকর্ষণ করেন এবং আশরাফুর রহমানকে বিশেষ সম্মাননা জানান। উল্লেখ্য রেডিও তেহরানে আশরাফুর রহমান এর গৌরবময় ২০ বছর পূর্তি উপলক্ষ্যে উপস্থিত সকল শ্রোতা ও সংগঠকদের মধ্যে বিতরনকৃত রেজিষ্ট্রেশন কার্ডের ফিতায় আলাদা আলাদা বাংলা অক্ষর লিখা ফিতা প্রাপ্ত ২৮ জন সৌভাগ্যবান সকলকে একটি করে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ ও রেডিও তেহরানের পক্ষ থেকে অতিথি ও শ্রোতাদের মূল্যবান ক্রেস্ট, সম্মাননা স্মারক, বই ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর সভাপতি এবং সফল সংগঠক জাকারিয়া চৌধুরী যুবরাজ তিনি তার বক্তব্যে দেশের সকল বিভাগীয় শহর,জেলাশহর, উপজেলা এবং মফস্বল শহর থেকে এসে অনুষ্ঠানকে সফল ও উপভোগ্য করার জন্য তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর পক্ষথেকে প্রধান অতিথী ও বিশেষ অতিথীদের কে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করেন জাকারিয়া চৌধুরী যুবরাজ পাশাপাশি প্রধান অতিথি আলী পীরির কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং পুরস্কারের জন্য মনোনিত সিনিয়র শ্রোতা মন্ডলী ৬ জনের মধ্যে আকবর হায়দার কিরন আমেরিকার নিউইয়র্কে থাকায় ওনার পক্ষে বিশেষ সম্মাননা স্বারক ক্রেষ্ট গ্রহন করেন খুলনার সিনিয়র শ্রোতা মুনির আহাম্মেদ। আরো অনেকেই পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের বিভিন্ন অংশ সঞ্চালনা করেন আইআরআইবি ফ্যান ক্লাবের সেক্রেটারি ও রেডিও তেহরানের মনিটর আবু তাহের, রেডিও তেহরানের সিনিয়র শ্রোতা জামাল আহমেদ সুবর্ণ এবং ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও রেডিও তেহরানের সাবেক কর্মী মোহাম্মাদ সাঈদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘ সফরের ক্লান্তির কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে প্রধান অতিথির সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জনাব ফুলাদবান্দ।