ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমিরাতে লটারিতে ৫০ কোটি টাকা জিতলেন এক বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০২:৪৪ পিএম

>
আমিরাতে লটারিতে ৫০ কোটি টাকা জিতলেন এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি মুহাম্মদ আরিফ খান। শুক্রবার (৩ জুন) এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে এ টিকিট কিনেছিলেন মুহাম্মদ আরিফ।

আরিফ খান বাংলাদেশের ঢাকার বাসিন্দা। ৩৬ বছর বয়সী এ বাংলাদেশি শারজাহতে থাকেন, সেখানে তার একটি মোটর রিপেয়ারিং দোকান রয়েছে। গত তিন বছর ধরে লটারি কিনছিলেন তিনি।

আরিফ খান জানান, ১২ বছর তিনি সৌদি আরবে ছিলেন। সেখানে ব্যবসায় লোকসান গুনেছেন। শারজাহতে চার বছর ধরে আছেন, এখানে ব্যবসা ভালো চলছে। তার দুটি সন্তান স্ত্রী, বাবা ও মা আছেন।