ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

লাকসামে কেনা দামে ১১শত কেজি গরুর গোস্ত বিক্রি


লাকসাম.কম   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

লাকসামে কেনা দামে ১১শত কেজি গরুর গোস্ত বিক্রি
কুমিল্লার লাকসামে যে দামে কেনা, সে দামে বেচা কর্মসূচির মাধ্যমে ১১শত কেজি গরুর গোস্ত বিক্রি করা হয়েছে। শনিবার (২৯মার্চ) লাকসাম সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। সরজমিনে গিয়ে দেখা ও জানা যায় -লাকসাম সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভুট্টু। তিনি ব্যবসার পাশাপাশি একজন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠক হিসাবেও পরিচিতি রয়েছে। গত কয়েকদিন থেকে প্রচার প্রচারণা চালিয়ে আজ (শনিবার) দশটি দেশী গরু জবাই করেছেন। গরু গুলো কিনা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে, গোস্তর পরিমাণকে সেই পরিমাণ টাকা দিয়েই ভাগ করে গোস্তগুলোর বিক্রি মূল্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিজন মানুষকে পাঁচ কেজির বেশি গোস্ত দেওয়া হয়নি। সর্বমোট গোস্ত বিক্রি করা হয়েছে ১১শত কেজি।প্রতি কেজির মূল্য ছিল ৭০০ টাকা। সার্বিক সহযোগিতায় ছিলেন আবু বকর জাহিদসহ টিম সুরক্ষা। এ বিষয়ে জানতে চাইলে সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভুট্টু বলেন -পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে দামে কেনা সে দামে বেচা গরুর গোস্ত বিক্রি করার কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময়ে লাকসামে মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী যখনই কোন সিন্ডিকেটের আওতায় আবদ্ধ হয়েছে বলে আমাদের কাছে পরিলক্ষিত হয় । তখনই আমরা ওই সিন্ডিকেটদের মুখোশ উন্মোচন করতে এ জাতীয় উদ্যোগ গ্রহণ করা হয়।