ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন


লাকসাম.কম   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

লাকসামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
কুমিল্লার লাকসামে সোমবার (১০ মার্চ) জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। ওইদিন সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।
'দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্রালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাব ফায়জুরন্নেছা ও বদরেরন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলালের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমাদ উল্লাহ সবুজ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল্ আমিন, লাকসাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স'র স্টেশন মাস্টার মো. কবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম, আল-আমিন ইনস্টিটিউটের শিক্ষার্থী আসফিয়া খাতুন, মোনতাহা ইসলাম রামিসা প্রমুখ।