ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনের নারী!


লাকসাম.কম   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনের নারী!
কুমিল্লা নগরের চর্থা বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা মোতাসিন বিল্লাহ চৌধুরীর বয়স এখন ৬৩। তার প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন চেক প্রজাতন্ত্রে বাস করা ইউক্রেনের নাগরিক সালো নাদিয়া। তারপর বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হয়েছে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ৫০ বছর বয়সী ইউক্রেনের ওই নারী পেশায় একজন মনোবিদ।
এর আগে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি বিয়ে করেন দুজন। এরপর থেকে নববধূকে দেখতে লোকজন ছুটে যাচ্ছেন বাড়িতে। প্রেমিক মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। ৩ ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। নাদিয়াকে নিয়ে তিনি নিজের ফ্ল্যাটে বসবাস করছেন।
এ বিষয়ে শনিবার দুপুরে কথা হয় প্রেমিক মোতাসিন বিল্লাহর সঙ্গে। এসময় মোতাসিন বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সালো নাদিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে চ্যাটিং হতে থাকে। বছর দুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দী হওয়ার। এরই ধারাবাহিকতায় ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়ার।
মোতাসিন আরও বলেন, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। সেখানে সাইকোলজিষ্ট হিসেবে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন নাদিয়া। ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানেন। তার সঙ্গে আমার ইংরেজি ভাষায় কথা হয়। ধীরে ধীরে বাংলাও শিখতে চেষ্টা করছেন তিনি।