লাকসামে সাবেক কাউন্সিলর বাহার গ্ৰেফতার
লাকসাম.কম
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০১:২৯ পিএম

কুমিল্লার লাকসামে বিশেষ অভিযান চালিয়ে লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারকে (৫৫) সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে লাকসাম স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভা আওয়ামীলীগ নেতা বাহার উদ্দিন বাহার লাকসাম পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ছিলেন।
পুলিশ জানায়, এছাড়াও গত কয়েক দিনে অপারেশন ডেভিল হান্ট”এর বিশেষ অভিযানে লাকসামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাকিব হাসান (২৮), উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামের মৃত আবুল বাশার খানের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খসরু (৪২), লাকসাম পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের মৃত আলী আশরাফের ছেলে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুল কাদের (৪৪)।
লাকসামে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা দমনে বিশেষ অভিযান চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছেন। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি মামলায় বাহার উদ্দিন বাহারকে গ্রেফতার করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।