ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৬ পিএম

লাকসাম আল-আমিন ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লার লাকসামে আল-আমিন ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় ইসলামী সমাজ কল্যান পরিষদ লাকসামের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আবদুল মুবিনের সভাপতিত্বে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামি সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ও কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, ইসলামী সমাজ কল্যান পরিষদের সদস্য এটিএম সিরাজুল হক, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এইচ এম নাজমুল হাসান নোমান প্রমুখ। অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।