ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কুমিল্লায় অনুমোদনহীন পন্য বিক্রির দায়ে 'টপ টেন' ও 'হোম স্টপ'কে জরিমানা


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০১ এএম

কুমিল্লায় অনুমোদনহীন পন্য বিক্রির দায়ে 'টপ টেন' ও 'হোম স্টপ'কে জরিমানা
কুমিল্লা নগরীতে অনুমোদনহীন পন্য বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ জানুয়ারি) বিকালে বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এসময় নজরুল এভিনিউ, রানিরবাজার এলাকার হোম স্টপ এবং কান্দিরপাড়ের টপ টেন মার্টে অভিযান চালানো হয়। অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে এই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ৷
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স হোম স্টপে আমদানিকৃত বিভিন্ন খাদ্যপণ্য বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই বিক্রির দায়ে "বিএসটিআই আইন-২০১৮" অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মেসার্স টপ টেন মার্ট লিমিটেডকে শ্যাম্পু, ফেস ওয়াশসহ বিভিন্ন প্রসাধনী পণ্য অনুমোদন ছাড়া বিক্রির অভিযোগে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। অভিযানের প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে. এম. হানিফ এবং পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়।