ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১০ এএম

কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
বিএসটিআইয়ের লাইসেন্স, ছাড়পত্র না নিয়ে কুমিল্লা নগরীতে বিভিন্ন আমদানিকৃত খাদ্য পণ্য, প্রসাধনী সামগ্রী বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স হোম স্টপ ও মেসার্স টপ টেন মার্ট নামে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই প্রতিষ্ঠান দুইটি হতে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার নেতৃত্বে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় বিএসটিআইয়ের লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ছাড়া বিভিন্ন আমদানিকৃত খাদ্য পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স হোম স্টপ নামের এ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অপর আরেকটি অভিযানে মেসার্স টপ টেন মার্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে পণ্যের মান যাচাই পূর্বক গুনগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ছাড়া শ্যাম্পু, ফেসওয়াশ ইত্যাদি পণ্য বিক্রয়-বিতরণ করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের উপপরিচালক কে. এম হানিফ ও পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়।