ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:১৭ পিএম

লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও উপজেলা প্রশাসনের অংশগ্রহণে উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল।
অনুষ্ঠানে আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র তুলে ধরেন। কর্মশালার শুরুতে "জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ও ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ" শীর্ষক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ অন‍্যান‍্য অতিথিবৃন্দ।
এদিকে, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উপজেলা চত্তরে পিঠা উৎসবের আয়োজন করেছে স্থানীয় উদ্যোক্ত ইসরাত জাহান, সরস্বতী সাহা, কিশোর-কিশোরী ক্লাব, হাসিনা আক্তার ও রাহেনা আক্তার। পাঁচটি স্টলে উদ‍্যোক্তারা বিভিন্ন ধরণের পিঠার পসরা নিয়ে বসেন। এতে মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।