লাকসাম জংশন ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ
খবর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:১০ পিএম

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী লাকসাম রেলওয়ে জংশন বাজার ব্যবসায়ী-মালিক সমিতির নির্বাচনকে ঘিরে পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে পুরো বাজার। দীর্ঘ বছর পর এখানে ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে চলায় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোষ্টারে বাজারের একপ্রান্ত থেকে অন্য প্রান্তের দেখা মিলছে না। ছেঁয়ে গেছে বাজারের অলি-গলি পর্যন্ত।
এদিকে লিফলেট হাতে নিয়ে প্রার্থীরা ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ভোট চেয়ে। এখানে ভোটারের সংখ্যা ৩৬৩ জন। এ নির্বাচনে ১১ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৩ জন। এরমধ্যে আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমানের সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ইতিমধ্যে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০ টি পদে আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ১০ টি পদের মধ্যে সভাপতি পদে (৩ জন) আলহাজ্ব মোস্তফা কামাল, মো. নুরুন্নবী, হানিফ মজুমদার। সহ-সভাপতি পদে (৩ জন) আবদুল ওয়াদুদ, মফিজুর রহমান, নেয়ামত উল্ল্যাহ। সাধারণ সম্পাদক পদে (৫ জন) আবুল হাসেম মিলন, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, জাবেদ মিয়া, আবুল হাসেম। সহ-সাধারণ সম্পাদক পদে (২ জন) এমদাদুল হক এনাম, আবদুল মালেক। সাংগঠনিক সম্পাদক পদে (৩ জন) আবুল হাসেম, এমরান হোসেন, রাকিবুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে (৩ জন) ওমর ফারুক, জাহিদ হোসেন রিপন, মাহবুব রাব্বানী দিদার। প্রচার সম্পাদক পদে (৩ জন) আবু তাহের, মীর হোসেন, আবদুল খালেক পরান। ক্রীড়া সম্পাদক পদে (৪ জন) তোফায়েল আহমেদ, মঞ্জুর ইসলাম, ফজলুল হক, আনোয়ার হোসেন। কোষাধ্যক্ষ পদে (৩ জন) দেলোয়ার হোসেন, আল আমিন, সাহাব উদ্দিন। ধর্ম বিষয়ক সম্পাদক পদে (৩ জন) নজরুল ইসলাম, রবিউল হোসেন, আবুল কালাম শামীম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা বলছেন, প্রার্থী সবাই আমাদের ব্যবসায়ী ও আপনজন। যেহেতু নির্বাচনে তারা বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন সেহেতু আমরা অনেকটাই বিড়ম্বনার মধ্যে পড়েছি। ৩২ জন প্রার্থীর মধ্যে ১০ জনকে নির্বাচিত করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এরমধ্যেই আমরা যোগ্য প্রার্থী বেচে নিতে হবে। ব্যবসায়ী বাবুল মজুমদার বলেন, আমার কাছে সকল প্রার্থীই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এরমধ্যেই ১০ জনকে বেচে নিবো এবং নির্বাচিত করবো। তবে দীর্ঘবছর পর এ বাজারে ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে চলেছে। এতে আমরা আনন্দিত ও উচ্ছসিত। নির্বাচিত হয়ে নতুন কমিটি আমাদের ব্যবসায়ীদের নেতৃত্ব দিবে এবং আমাদের কল্যাণে কাজ করবে বলে আমি আশা করি।
অপর দিকে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহম্মদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রেলওয়ে জংশন বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেম, মাষ্টার হাবিবুল ইসলাম, আবদুস সাত্তার, মাষ্টার মাহবুব এবং আবুল হোসেন দায়িত্ব পালন করবেন।