ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

লাকসাম পৌরসভায় বিএনপির কর্মী সমাবেশ


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪২ পিএম

লাকসাম পৌরসভায় বিএনপির কর্মী সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭জানুয়ারী) বিকাল ৩টায় লাকসাম পৌরসভার সংলগ্ন সড়কে এ কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালাম।
এ সময় তিনি বলেন -বিগত ১৬ টি বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতন, গুম, খুন ও অত্যাচারের বর্ণনা দিয়ে লাকসাম- মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা কর্মীরা শেষ করতে পারবে না।তাজুল ইসলাম ও তার বাহিনীর নির্যাতন, শামীম ওসমান ও জয়নাল হাজারীর বর্বরতাকেও হার মানিয়েছে। তিনি বলেন -আওয়ামী লীগ নেতারা বলে বেড়াতেন,তারা নাকি দেশে অনেক উন্নয়ন করেছে।উন্নয়ন করলে আপনারা পালালেন কেন।
তিনি বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন,আপনারা রাস্ট্র সংস্কার করতেছেন এটা ভালো কথা। তবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি সংস্কারের পাশাপাশি আগামী জুলাই -আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করুন। এসময় তিনি সমাবেশ আগত সকল নেতাকর্মীকে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করার অনুরোধ জানান।
লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানুর সভাপতিত্বে ও সদস্য সচিব বেলাল রহমান মজুমদার এবং যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মানিকের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন লাকসাম বণিক সমিতির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ,লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক ডা: নুরুল্লাহ রায়হান,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম,মোশারফ হোসেন মুশু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন,লাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, সেক্রেটারী আনিসুর রহমান দুলাল ,লাকসাম পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেনসহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।