লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯টি ঘর পুড়ে ছাই
খবর
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৪ পিএম

কুমিল্লা জেলার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামের সমিতির বাজারস্থ মসজিদ বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হামিরাবাগ গ্রামের আমিরুল ইসলাম ও তার চাচাতো ভাইসহ তিনটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ ৯টি ঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা রান্নাঘরে গ্যাস সিলেন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ঘরগুলো ভূস্মীভূত হয়ে যায়। এতে ঘর থেকে কিছুই সরাতে পারেনি কেউ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ওই এলাকায় অত্যন্ত অসহায় ও নিরীহ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ ক্ষতি সহজে কাটিয়ে উঠতে পারবেনা বলে জানান এলাকাবাসী।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন এবং পাশ্ববর্তী ঘরগুলো রক্ষা করতে সক্ষম হন।