দেবব্রত পাল বাপ্পী:
কুমিল্লার লালমাইয়ে রবিবার (১৫ মে) সকালে প্রতিবছরের ন্যায় আলীশ^র শান্তি নিকেতন বৌদ্ধ মহাবিহারে যথাযোগ্য মর্যাদায় ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্নিমা (বৈশাখী পূর্নিমা) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শুভ বুদ্ধ পূর্নিমাটি পরিচালনা করেন- বিহার অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী জিনসেন মহাথের, ধর্মানন্দ ভিক্ষু। অলোচনা সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা বৌদ্ধ সমিতির সভাপতি বাবু এস কে সিনহা, ট্রাষ্টি বৌদ্ধ ধর্মকল্যান ট্রাষ্ট ও জেলা বৌদ্ধ সমিতির সম্পাদক বাবু জ্যোতিষ সিংহ (খোকন) প্রমুখ।
অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন- পেরুল উত্তর ইউপি‘র ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান দীলিপ সিংহ, বাদল সিংহ, বিমল সিংহ, উদযাপন পরিষদের সভাপতি জাদব সিংহ, সম্পাদক সঞ্জয় সিংহ, বিহার কমিটির প্রচার সম্পাদক সুজিত সিংহসহ গ্রামবাসী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় বৈশাখা পূর্নিমা উদযাপিত হয়। সকালে বিহার প্রাঙ্গনে ভক্তবৃন্দগণ গৌতুম বুদ্ধের স্মরণে তাদের প্রার্থনা জানান। অনুষ্ঠান শেষে , ট্রাষ্টি বৌদ্ধ ধমর্ কল্যান ট্রাষ্ট ও জেলা বৌদ্ধ সমিতির সম্পাদক বাবু জ্যোতিষ সিংহ (খোকন) বৌদ্ধ সম্প্রদায়ের একব্যাক্তিকে ট্রাষ্টি বোর্ডের পক্ষ থেকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করেন।
লালমাইয়ে আলীশ^র বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে চিকিৎসার্থে অর্থ প্রদান
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১১ পিএম
